আউটসোর্সিং

No Comments

 


➤ আউটসোর্সিং

কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান যখন তাদের কাজগুলো দেশ বা বিদেশের কারো মাধ্যমে অর্থাৎ থার্ড পার্টির মাধ্যেমে করিয়ে নেয় তখন তাকে আউটসোর্সিং বলে। উদাহরণস্বরুপ, ধরেন যুক্তরাষ্ট্রের একটি কোম্পানির তাদের কোম্পানির প্রচারের জন্য একটি ওয়েবসাইট, লগো, ফ্লায়ার, বিজনেস কার্ড ইত্যাদির প্রয়োজন পড়ল। এখন তাদের কেউ তো এ কাজে অভিজ্ঞ না, বা জানলেও অল্প। তাদের কোম্পানির প্রচার বা প্রসারের জন্য ওয়েবসাইট, লগো, ফ্লায়ার, বিজনেস কার্ড ইত্যাদি অত্যন্ত দৃষ্টিনন্দন ও প্রফেশনাল ডিজাইনারের মাধ্যমে নির্দিষ্ট চুক্তি ও অর্থের মাধ্যমে কাজগুলো করিয়ে নেয়। এটাই হলো আউটসোর্সিং। মূল কথা হল, যারা কাজ করিয়ে নেয় তারা হল আউটসোর্সার, আর যারা কাজ করে দেয় তারা হল ফ্রিল্যান্সার। উন্নতবিশ্বের দেশগুলোর মানুষের চাহিদা ও জনপ্রিয়তার দিক থেকে বেশ কিছু আউটসোর্সিং ক্যাটাগরির কাজ:

  • Web Design & Development

  • Android Apps Development

  • Graphic Design

  • Web Content Writing

  • Search Engine Optimization (SEO)

  • Link Building

  • Online Marketing

  • Virtual Assistance

back to top