➤অনলাইন ইনকাম:
আমরা প্রায়ই একটা বিষয় ঘোলাটে করে ফেলি। সেটা হল কোনটা ফ্রিল্যান্সিং,
কোনটা আউটসোর্সিং আর কোনটা অনলাইন ইনকাম সেটা ঠিক মত বুঝিনা।
যেমন, আপনার অনেক বন্ধু ফেসবুক, ইউটিউব কিংবা ইনস্টাগ্রামের মত সোশ্যাল
মিডিয়াতে কাজ করে ইনকাম করে, তখন সেটা শুধু অনলাইন ইনকাম।
সেটা ফ্রিল্যান্সিং কিংবা আউটসোর্সিং কোনটাতে পড়ে না।